TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘অবিচারের বাংলাদেশ!’, ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, রাত ১০ টায়।

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘অবিচারের বাংলাদেশ!’, ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, রাত ১০ টায়।

কলকাতা, ২৩শে নভেম্বর: প্রবাসে বসে ফাঁসির সাজা শুনলেন শেখ হাসিনা। গত বছর অগস্টে তিনি প্রাণ হাতে নিয়ে ভারতে পালিয়ে আসার পর থেকেই সে দেশে অরাজকতার চূড়ান্ত। মুক্তিযুদ্ধের ইতিহাসই মুছে ফেলতে চায় মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। ভুলিয়ে দিতে চায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।শেষ করে দিতে চায় তাঁর পরিবারকে। আর সেই পথ ধরেই ৩৯৭ দিন ধরে বিচারের নামে প্রহসনের পরে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইউনূসের হাতের পুতুল ট্রাইব্যুনাল। হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। হাসিনার পাশাপাশি আক্রান্ত তাঁর দল আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরাও। আক্রান্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। সাজানো অভিযোগে আজও জেলে বন্দি ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভু। ক্রমেই পাকিস্তানের পথে হেঁটে মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে বাংলাদেশ? কী তার ভবিষ্যৎ? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘অবিচারের বাংলাদেশ!’, ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, রাত ১০ টায়।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )