জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল নয়, ভুয়া খবরের বিরুদ্ধে প্রেস ক্লাবে স্পষ্ট বার্তা…

জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল নয়, ভুয়া খবরের বিরুদ্ধে প্রেস ক্লাবে স্পষ্ট বার্তা…

কলকাতা: জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল হয়েছে—এই মর্মে প্রচারিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করলেন হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডঃ পূর্ণেন্দু রায়। ২২ ডিসেম্বর ২০২৫ কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স কখনও বাতিল করা হয়নি এবং বর্তমানে তা সম্পূর্ণ বৈধ অবস্থায় রয়েছে।

রোগী প্রণব ঘোষের করা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের ১২ ডিসেম্বর ২০২৪ তারিখের আদেশের উপর ১৬ ডিসেম্বর ২০২৪ মাননীয় হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি, লাইসেন্স বাতিল সংক্রান্ত পরবর্তী নির্দেশও হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় এবং রাজ্য কর্তৃপক্ষকে ওই আদেশ কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডঃ রায় আরও জানান, জেনেসিস হাসপাতাল কসবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে ২৪x৭x৩৬৫ দিন রোগী পরিষেবা দিয়ে চলেছে। চিকিৎসা, অস্ত্রোপচার ও অন্যান্য পরিষেবা পূর্বের মতোই অব্যাহত রয়েছে। তিনি সাধারণ মানুষকে গুজব ও ভুয়া খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )