
১১০০-র বেশি স্থানে রক্তদান, এইচ ডি এফ সি ব্যাঙ্কের কলকাতার সাতটি কেন্দ্রে উৎসবের আমেজ….
অতসী মন্ডল, কলকাতা:
মানবিকতার আবহে আজ সারা দেশজুড়ে আয়োজন করা হল এইচ ডি এফ সি ব্যাঙ্কের সিএসআর উদ্যোগ “পরিবর্তন”-এর অধীনে ১৭তম বার্ষিক রক্তদান শিবির। সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত চলা এই বিশাল কর্মযজ্ঞে ভারতবর্ষের ১১০০-রও বেশি স্থানে হাজার-হাজার মানুষ রক্তদান করেন।

ব্যাঙ্কের কর্মী ও গ্রাহক থেকে শুরু করে সেনা বাহিনীর সদস্য, ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি— সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান আজ এক মানবিক উৎসবে পরিণত হয়।
এই উপলক্ষে ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রী ভাবেশ জাভেরি বলেন—
“এই রক্তদান শিবির আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। বছরের পর বছর মানুষের ভালোবাসা ও সহযোগিতায় এই উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে। প্রত্যেক রক্তদাতাই জীবন বাঁচানোর মহান কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

উল্লেখ্য, ২০০৩ সালে ৮৮টি কেন্দ্র থেকে শুরু হওয়া এই অভিযান আজ দেশের অন্যতম বৃহত্তম সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। ২০২৪ সালে ১৪০৮টি স্থানে ৩.৩৮ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহ এবং ২০১৩ সালে এক দিনে বহু স্থানে সর্ববৃহৎ রক্তদান কর্মসূচির জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড— এই উদ্যোগের সাফল্যের উজ্জ্বল প্রমাণ।
আজ কলকাতায় শিবির অনুষ্ঠিত হয় সাতটি কেন্দ্রে—
বেঙ্গল ইন্টেলিজেন্ট পার্ক, গিলিন্ডার হাউজ, স্টিফেন হাউস, ম্যাংগোলেন, ব্রুক হাউস, ক্যান্ডোর টেক স্পেস এবং নিউ টাউনের নতুন রিজিওনাল অফিস “অনন্তম”।
উপস্থিত ছিলেন ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকেরা— শ্রী গৌরব রায়, শ্রী জয়ন্ত ব্যানার্জি, শ্রী ঋষি গাঙ্গুলী এবং শ্রী রাহুল দাশগুপ্ত, পাশাপাশি নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ গ্রহণ করেন।
