কলকাতায় “স্বাস্থ্য বন্ধু” সম্মান প্রদান…

কলকাতায় “স্বাস্থ্য বন্ধু” সম্মান প্রদান…

আর্ত মানুষের কাছে
স্বাস্থ্য সচেতনতা ও পরিষেবার দেওয়ার লক্ষ্যে তৈরী হয়েছে “স্বাস্থ্য বন্ধু” স্বেচ্ছা সেবী সংস্থার।
কলকাতার এক তারকা খচিত সমারোহে “স্বাস্থ্য বন্ধু”সম্মান তুলে দেওয়া হল শহরের প্রাসাদোপম হোটেলে।
স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত বিশিষ্ট গুনীজনদের মর্যাদা দিতে ও স্বাস্থ্য বন্ধু সংস্থার সক্রিয় কর্মীদের উদ্বুদ্ধ করতে এই অনুষ্ঠান জানালেন স্বাস্থ্য বন্ধু সংগঠনের সভাপতি কার্তিক ব্যানার্জি ও সহ সভাপতি গৌতম সরকার ।সম্মান তুলে দিলেন শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট ।
এদিন মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান , কোচবিহার, মালদা, হাওড়া ও কলকাতা সহ স্বাস্থ্য বন্ধুদের পাশাপাশি অভিনেত্রী দেবশ্রী রায় কে তাঁর দীর্ঘ দিনের পশুপ্রেমী সংগঠন “দেবশ্রী রায় ফাউন্ডেশন” এর জন্য “স্বাস্থ্য বন্ধু”সম্মান তুলে দিলেন রাজ্য সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম অধিকর্তা অনুপম হালদার ও প্রাণী সম্পদ সম্পদ বিভাগের আধিকারিক পুলক ব্যানার্জি এছাড়াও এ টি এন মেডিকেয়ার সম্মান পেলেন।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের আধিকারিক তপন কুমার ঘোষ , পজিটিভ বার্তার বিজনেজ হেড নির্জন নন্দী,অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী,অভিনেত্রী দেবশ্রী রায়, ইন্দ্রাণী দত্ত , সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া,সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুরি , সহ বিশিষ্ট জনেরা । সঞ্চালনা করেন সতীনাথ মুখোপাধ্যায় । আগামীতে জেলায় জেলায় “স্বাস্থ্য বন্ধু” চিকিৎসক ও রুগীদের সমন্বয় ও সচেতনতা বিষয়ক সেমিনার করবে জানালেন সংস্থার পক্ষে সাবের আলী ও কালীপদ পাল।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )