“বেস্ট অফ বেঙ্গল” ও স্বাস্থ্য বন্ধু সম্মান পেলেন তারকারা…

“বেস্ট অফ বেঙ্গল” ও স্বাস্থ্য বন্ধু সম্মান পেলেন তারকারা…

কলকাতার এক তারকা খচিত সমারোহে অনুষ্ঠিত গীতাঞ্জলি আয়োজিত “বেস্ট অফ বেঙ্গল” সম্মানে ভূষিত হলেন ড: মলয় পিট। তুলে দিলেন বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসর সভাপতি অশোক কুমার বণিক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
তৎসহ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের রুগী পরিসেবা প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহায্যের জন্য “স্বাস্থ্য বন্ধু সম্মানে” মলয় পিট বিশেষ ভাবে সন্মানিত হলেন । এই উপলক্ষে এদিন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ,অভিনেত্রী দেবশ্রী রায়, ইন্দ্রাণী দত্ত , সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন,

কলকাতার বিশ্ব বিদ্যালয়ের ডিন আশুতোষ ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম অধিকর্তা অনুপম হালদার, জে আই এস কলেজের ডিন ভাস্কর গুপ্ত, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুরি ,সহ বিশিষ্ট জনেরাও সন্মানিত হলেন ও উপস্থিত ছিলেন ।

এদিন সফল ভাবে সঞ্চালনা করেন সতীনাথ মুখোপাধ্যায় ।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )