
কুকুরদের নিয়ে সুপ্রিমকোর্টে কাছে বিশেষ আবেদন দেবশ্রীর…
কয়েকদিন ধরে পশু প্রেমীদের নজর সুপ্রিম কোর্টের বিশেষ আদেশে। কুকুর ও মানুষের সম্পর্ক ঘিরে এক বিতর্কের অবসান ঘটিয়ে এক রায় ঘোষণা করেন উচ্চ আদালত যা পশু প্রেমীদের মনে আঘাত হানে।

যাকে ঘিরে ইতিমধ্যেই অনেকে পথে নেমেছেন।
দেবশ্রী রায় ফাউন্ডেশন কলকাতা প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় এবং উপস্থিত ছিলেন আইনজীবী সপ্তাদিপা সিনহা অভিনেতা রাহুল বর্মন সহ বিশিষ্ট জনেরা।
তাদের বক্তব্যে উঠে আসে আগামী ২৬ এর নির্বাচনে “নো ডগ নো ভোট” ইস্যু।
কুকুরদের জীবনের ও সহানুভূতির অধিকার যা ভারতীয় সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত ও স্বীকৃত সেটা সম্পূর্ণভাবে বহাল কার্যকর শুধু করতে হবে না তাকে আরো শক্তিশালী করতে হবে।
অভিনেত্রী দেবশ্রী রায় আরো বলেন সমাজের কুকুরের ভূমিকা অপরিসীম, সেটাকে গুরুত্ব দিয়ে উচ্চ আদালতকে আরো গুরুত্ব দিয়ে ভেবে দেখতে হবে।
এর পাশাপাশি আগামী দিনে কুকুরের বেঁচে থাকার অধিকার কে গুরুত্ব দিয়ে পথে নামতে চলেছে দেবশ্রী রায় ফাউন্ডেশন।
