
অরিত্র প্রকাশনীর অনুষ্ঠানে সাহিত্য সম্মাননা প্রদান…
শিয়ালদা কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়ে গেলো অরিত্র প্রকাশনী ও কবিতা কুটির সাহিত্য পত্রিকার বই প্রকাশ ও কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক নির্মাল্য বিশ্বাস, কথাকবি শ্রী সদ্যোজাত, সাহিত্যিক তুষারকান্তি রায়, কলকাতা হাইকোর্টের সিনিয়ার অ্যাডভোকেট, সমাজকর্মী ও চিন্তাবিদ রবিশঙ্কর চট্টোপাধ্যায়, সাহিত্যিক ও সাহিত্য সংগঠক অরুণিমা চ্যাটার্জী, সাহিত্যিক ড: ধূর্জটি সেনগুপ্ত। অরিত্র প্রকাশনী থেকে সাহিত্য সম্মান পেল নির্মাল্য বিশ্বাসের শিশু কিশোর উপযোগী গল্পগ্রন্থ ‘জল রঙের রোদ্দুর’, শ্রী সদ্যোজাতর কাব্যগ্রন্থ ‘ত্রিযামা তুমি প্রদীপ জ্বালিয়ে রেখো’, অরুণিমা চ্যাটার্জীর উপন্যাস ‘আত্মজার প্রতি’, তুষারকান্তি রায়ের গল্পগ্রন্থ ‘৯ কাগজের গল্প’,

ড: ধূর্জটি সেনগুপ্তর গল্পগ্রন্থ ‘ফরেনসিক অন্তর্জাল’, ভোলাদার কাব্যগ্রন্থ ‘নিশির ডাক’, অরুন্ধতী মিশ্রর উপন্যাস ‘মেঘলা’, খোকন দাসের কাব্যগ্রন্থ ‘ছড়ায় ছড়ায় কথা হারায়’, দাইয়ান আলি খানের গল্পগ্রন্থ ‘শূন্য হাতে বিদায়’, অমিতাভ ঘোষের কাব্যগ্রন্থ ‘উড়নচণ্ডীর বায়োডাটা’। এছাড়াও সাহিত্য সম্মান পেলেন শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, সন্দীপ ঘোষ, স্নিগ্ধা মজুমদার, নীনা দত্ত, সুমিত্রা দেব দত্ত। অরিত্র প্রকাশনীর প্রতিষ্ঠাতা সম্পাদক অতনু নন্দী জানিয়েছেন এই সাহিত্য সভায় অরিত্র প্রকাশনী থেকে দুটি পত্রিকা, ৩৬ টি একক বই ও আটটি সাহিত্য সংকলন প্রকাশিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি অতনু নন্দী ও টুম্পা নন্দীর নিখুঁত পরিকল্পনার ফসল।
