দীনেশচন্দ্র সেন’ আলোচনা সভা ও ‘জীবনব্যাপি সম্মাননা’ ২০২৫ অর্পণ অনুষ্ঠান ও পুস্তক প্রকাশ…

দীনেশচন্দ্র সেন’ আলোচনা সভা ও ‘জীবনব্যাপি সম্মাননা’ ২০২৫ অর্পণ অনুষ্ঠান ও পুস্তক প্রকাশ…

কলকাতা , নিজস্ব সংবাদদাতা : আচার্য দীনেশচন্দ্র সেনের ১৫৯ তম জন্মদিন উপলক্ষে কলকাতার এমপি. বিড়লা প্লানেটরিয়ামে অনুষ্ঠিত হল ‘আচার্য দীনেশচন্দ্র সেন’ আলোচনা সভা ও ‘জীবনব্যাপি সম্মাননা’ ২০২৫ অর্পণ অনুষ্ঠান ৷ আয়োজনে ‘আচার্য দীনেশচন্দ্র সেন’ রিসার্চ সোসাইটি, ভারত। জীবনব্যাপী সম্মাননা – ২০২৫ পান আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.আবদুর রহিম গাজী , জাতীয় শিক্ষক মিনতি দত্ত মিশ্র , কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তন চক্ষু পরীক্ষক ডা. সুব্রত ভট্টাচার্য ও পশ্চিম বাংলার অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাস৷
এদিন চট্টগ্রামের অভিজিৎ বড়ুয়ার ‘বিরূঢ়ক’ উপন্যাসটি প্রকাশিত হয় ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক ড. অরূপ মিত্র, অধ্যাপক ড.মানবেন্দ্রনাথ সাহা, বিশ্বভারতী বাংলা বিভাগ, ড.অমলকান্তি রায়,প্রাক্তন যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ সরকার সহ আরও অনেকে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদিকা দেবকন্যা সেন ও
সহ-সভাপতি ড.বিমল কুমার থান্দার, সহযোগী অধ্যাপক,বাংলা বিভাগ,কবি জয়দেব মহাবিদ্যালয়।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )