
সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির উদ্যোগে গণ ডেপুটেশন কর্মসূচি…
পশ্চিমবঙ্গের কুম্ভকার সমাজের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে সোমবার কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির সাংবাদিক সম্মেলন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, কুম্ভকারদের উন্নয়নের স্বার্থে পৃথক উন্নয়ন বোর্ড গঠন, মাটির সরবরাহ নিশ্চিতকরণ, অসুস্থ ও অবসরপ্রাপ্ত কুম্ভকারদের জন্য মাসিক ₹৫০০০ ভাতা এবং সামাজিক সুরক্ষার আওতায় অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।
সাধারণ সম্পাদক নির্মল পাল জানান, “সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”
আগামী ১৫ ডিসেম্বর ২০২৫, সকাল ১১টা, জেলা শাসকের নিকট এই গণ ডেপুটেশন প্রদান করা হবে।
CATEGORIES Cultural
