২৭ অক্টোবর, বহরমপুর, মুর্শিদাবাদ…

২৭ অক্টোবর, বহরমপুর, মুর্শিদাবাদ…

কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ মুর্শিদাবাদ জেলার আম আদমি পার্টির ৫০০-রও বেশি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন।

অনুষ্ঠানে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরী নিজ হাতে নবাগত সদস্যদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন, এবং জেলা কংগ্রেস সভাপতি শ্রী মনোজ চক্রবর্তী তাদের স্বাগত জানান। শ্রী অধীর চৌধুরী বলেন,

“এই যোগদান কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী করবে। এরা সকলেই শিক্ষিত, যোগ্য এবং কর্মঠ তরুণ — আমি তাদের কংগ্রেস পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

দলের নবাগত নেতা সোহেল বলেন,

“আমরা যে স্বক্ষ ও উন্নত মুর্শিদাবাদের স্বপ্ন দেখেছি, সেটা কংগ্রেসের দ্বারাই সম্ভব। তাই আমাদের এই যোগদান। আমাদের হাজারো নেতা-কর্মী সশরীরে উপস্থিত না থাকলেও, আগামী দিনে তারা সকলেই অধীরবাবুর নির্দেশে কংগ্রেসের সঙ্গে থেকে কাজ করবেন।”

এই যোগদানের মাধ্যমে প্রমাণিত হলো — মানুষের আস্থা ও বিশ্বাস ক্রমশ কংগ্রেসের পক্ষেই দৃঢ় হচ্ছে ।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )