পৃথিবীর জন্মদিনের অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির মাধ্যমে বিশ্বঐক্যের বার্তা…

পৃথিবীর জন্মদিনের অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির মাধ্যমে বিশ্বঐক্যের বার্তা…

গত দশ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে মাইকেল তরুণ দার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসছে ‘পৃথিবীর জন্মদিন অনুষ্ঠান’। পৃথিবী ও শিল্পকলা বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান মূলত মানবজাতিকে এক সূত্রে বাঁধার এক আন্তরিক প্রয়াস।

আয়োজক মাইকেল তরুণ দার ভাবনায় পৃথিবী কোনো বিভাজনের জায়গা নয়—পৃথিবীই হোক সকলের প্রথম পরিচয় ও সর্বোচ্চ সত্য। জাতি, ধর্ম, ভাষা কিংবা দেশের ঊর্ধ্বে উঠে “পৃথিবীবাসী” পরিচয়কে সামনে আনাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। তাঁর বিশ্বাস, শিল্প ও সংস্কৃতিই পারে মানুষের মননে এই ঐক্যের বোধ জাগিয়ে তুলতে।

চলতি বছরে দশ বছরে পদার্পণ করল পৃথিবীর জন্মদিন অনুষ্ঠান। এই বিশেষ বর্ষপূর্তিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে, বিভিন্ন দেশে এই অনুষ্ঠান উদযাপিত হবে—এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন আয়োজক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুল্লরা মুখোপাধ্যায় ,পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, নৃত্যশিল্পী অদিতি ও মিঠি, সিনেমাটোগ্রাফার শান্তনু, অভিনেত্রী সোমা, কবি ও অনুবাদক শর্মিলা, কবি জি কে নাথ এবং শিল্পী সুমিত্রা দাস-সহ আরও বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত শিল্প-সম্মিলন।

পৃথিবীর জন্মদিন অনুষ্ঠান আজ শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং বিশ্বমানবতার পক্ষে একটি শক্তিশালী বার্তা—যেখানে পৃথিবীই সবার আগে, মানুষই সবার উপরে।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )