TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’, ১১ জানুয়ারি, রবিবার রাত ১০ টায়।

কলকাতা, ১১ জানুয়ারি: ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কার্যত অপহরণ করার পরে সে দেশের তেলের খনিগুলোর দখল নিতে মরিয়া ট্রাম্প। সার্বভৌম একটি দেশের উপর আমেরিকার এহেন দখলদারিতে স্তম্ভিত গোটা বিশ্ব। ঝড় উঠেছে নিন্দার। এমনকী আমেরিকাতেও প্রতিবাদ কিছু কম হচ্ছে না। কিন্তু ট্রাম্পের তাতে থোড়াই কেয়ার। এ বার গ্রিনল্যান্ড দখলের নেশায় মেতে উঠেছেন তিনি। মাঝ সমুদ্রে রাশিয়ার পতাকা লাগানো তেলের ট্যাঙ্কার আটক করেছেন। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্টের স্বৈরাচারী, সাম্রাজ্যবাদী মনোভাবে প্রমাদ গুনছে মানবসভ্যতা। চিন, রাশিয়ার মতো অন্য শক্তিধর দেশগুলো পাল্টা ব্যবস্থা নিতে শুরু করলে কী হবে? তবে কি আরও একটা বিশ্বযুদ্ধের মুখোমুখি আমরা? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’, ১১ জানুয়ারি, রবিবার রাত ১০ টায়।
