ওড়িশি আশ্রমের চতুর্থ চন্দ্রকলা নৃত্য উৎসবে উৎকল কলা সংস্কৃতি ওড়িশি পরিবেশিত।

কলকাতা। সংবাদদাতা
বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী গুরু গিরিধারী নায়কের স্মরণে, ওড়িশি আশ্রম রবিবার আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে চতুর্থ চন্দ্রকলা নৃত্য উৎসবের আয়োজন করে। প্রখ্যাত ওড়িশি গুরু এবং সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার বিজয়ী অলোক কানুনগো উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, ওড়িশি নৃত্য ভারতের অন্যতম ধ্রুপদী নৃত্য। মৃদঙ্গের পাশাপাশি ওড়িশি নৃত্যে দিব্য নৃত্যশিল্পী গুরু গিরিধারী নায়কের উদ্ভাবন আরও উল্লেখযোগ্য। তাঁর গুরুর পদাঙ্ক অনুসরণ করে, তাঁর মেয়ে সুজাতা একজন প্রতিভাবান নৃত্যশিল্পী হিসেবে পরিচিত।

প্রধান অতিথি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রধান অধ্যাপক রাহুল দেব মণ্ডল বলেন, ওড়িশি আশ্রমের প্রচেষ্টা প্রশংসনীয়। এটি ওড়িশি নৃত্যের বৈচিত্র্য বজায় রেখেছে। অনুষ্ঠানে, গুরু অলোক কানুনগো এবং গুরু সন্দীপ মালিককে গুরু গিরিধারী নায়ক স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয় এবং উদীয়মান অতিথি নৃত্যশিল্পী অধ্যাপক রাহুল দেব মণ্ডলকে চন্দ্রকলা পুরস্কার প্রদান করেন চন্দ্রকলা উৎসবের পরিচালক তমালিকা নায়ক। সুজাতা নায়ক ধন্যবাদ জ্ঞাপন করেন। ওড়িশি আশ্রমের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।
