দেশ বিদেশের ভক্তদের নিয়ে কলকাতায় মহা সমারোহে পরমহংস যোগানন্দের ১৩৩ তম জন্মবার্ষিকী উদযাপন।

গোপাল দেবনাথ : কলকাতা, ৪ জানুয়ারি, ২০২৫। আনন্দ সংবাদ কলকাতার উদ্যোগে বিশ্বগুরু পরমহংস যোগানন্দের ১৩৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩ জানুয়ারি শনিবার শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। গুরুদেবের জন্মবার্ষিকী উদযাপন করার জন্য দেশ সহ বিশ্বের নানা প্রান্তের ভক্ত ও শিষ্যগণ কলকাতায় উপস্থিত হয়েছেন। ৪ জানুয়ারি রবিবার সারাদিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় সকাল ৮টায় শেষ হয় রাত ১০টায়। শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভক্তরা উপস্থিত হয় বেচু চ্যাটার্জী স্ট্রিটের লাহা বাড়িতে। প্রথমপর্বে ছিল ধ্যানযোগ। শিল্পীরা গানের মহড়া দিলেন। একটু বিরতির পর শুরু হয় নগর কীর্তন।

পরমহংস যোগানন্দের সুসজ্জিত প্রতিকৃতি কাঁধে নিয়ে ভক্তগণ এলাকা প্রদক্ষিণ করেন। বহু ভক্ত হাতে গুরুদেবের ছবি ও পোস্টার নিয়ে গুরুদেবের নামে জয়ধ্বনি করতে থাকেন। সবার আগে ছিল গুরুদেবের নামাঙ্কিত ব্যানার। এই শোভাযাত্রায় ভক্তগণ লাইভ সঙ্গীত ও কীর্তন পরিবেশন করেন। সুসজ্জিত এই শোভাযাত্রা দেখা ও কীর্তন শোনার জন্য এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া। এদিনের শোভাযাত্রায় দেখা গেল আমেরিকাবাসী শংকর। সেইসাথে পাঞ্জাব থেকে উপস্থিত হয়ে ছিলেন ধর্মেন্দ্র সিং গিল এবং আনন্দ সংবাদ কলকাতার গুরুপ্রিয়া সহ অন্যান্যরা। সান্ধ্যকালীন অনুষ্ঠানে ভক্তগণ হুগলি নদীর তীরে ভিভাডা ক্রুজে পৌঁছে যায়। এই গঙ্গা বক্ষেই সৎসঙ্গের আয়োজন করা হয়। সকল ভক্তদের শোনানো হয় পরমহংস যোগানন্দ সম্পর্কে নানান অজানা কাহিনী। সান্ধ্যকালীন অনুষ্ঠানে অল্পবয়সী ভক্তরা গুরুদেবের নামে কীর্তন পরিবেশন করে উপস্থিত সকলের মন জয় করে নেয়।
