শতবর্ষ পেরিয়ে সুচিত্রা মিত্রকে টিভি নাইন বাংলা র শ্রদ্ধা – নিউজ সিরিজে – শাশ্বত সুচিত্রা

শতবর্ষ পেরিয়ে সুচিত্রা মিত্রকে টিভি নাইন বাংলা র শ্রদ্ধা – নিউজ সিরিজে – শাশ্বত সুচিত্রা


কলকাতা, ০৪ জানুয়ারি: রবীন্দ্রসঙ্গীত বললেই যে ক’জন মানুষের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সুচিত্রা মিত্র তাঁদের মধ্যে অন্যতম। তাঁর ঋজু কণ্ঠের দৃপ্ত সুর নাড়া দিয়ে যায় আমাদের মনের গহনতম কোণকে। কণ্ঠে যেমন তেজ, জীবনও তেমনই ব্যক্তিত্বে ভরা। ভাল-মন্দ, সাদা-কালোর দ্বন্দ্ব সয়ে একাকী এগিয়েছেন স্থির লক্ষ্যে। কর্তব্য করেছেন, আঘাত সয়েছেন। চোখের জলের জোয়ারে ভেসে গিয়েও প্রত্যাঘাত করেননি। বরং বেঁচেছেন নিজের মতো, নিজের শর্তে। কোথাও মাথা নোয়ানোর প্রশ্নই নেই। এ জন্য কম লড়াই তাঁকে লড়তে হয়নি। সাঙ্গীতিক জীবনের সমান্তরালে সংগ্রামী জীবন সুচিত্রা মিত্রকে দিয়েছে এক অনন্য বিশিষ্টতা।
শতবর্ষ পেরিয়ে সুচিত্রা মিত্রকে টিভি নাইন বাংলা র শ্রদ্ধা – নিউজ সিরিজেশাশ্বত সুচিত্রা
রবিবার, ৪ঠা জানুয়ারি, রাত ১০টায়।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )