গ্রামীণ শিল্প ও লোকসংস্কৃতি উৎসবের মঞ্চে সম্মানিত হোলিস্টিক থেরাপিস্ট জুনেলি দাস…

কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে চলমান সাতদিনব্যাপী গ্রামীণ শিল্পের প্রদর্শনী ও লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবেই সাংবাদিক শাজাহান সিরাজ হোলিস্টিক থেরাপিস্ট জুনেলি দাসকে সংবর্ধিত করেন।
সমাজসেবামূলক কাজ, মানসিক সুস্থতা নিয়ে তাঁর নিরলস প্রচেষ্টা, গ্রামীণ সংস্কৃতি ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সাংবাদিক বলেন, সমাজের সামগ্রিক সুস্থতা গঠনে শুধুমাত্র সংবাদমাধ্যম নয়, হোলিস্টিক থেরাপির মতো মানবিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রেই জুনেলি দাসের কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
সংবর্ধনা গ্রহণ করে জুনেলি দাস বলেন,
“কলকাতা প্রেস ক্লাবের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে সাংবাদিক সমাজের কাছ থেকে এই সম্মান পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের। এটি আমাকে সমাজের জন্য আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সচেতন সাংবাদিকতার মাধ্যমেই সমাজের নানা অসঙ্গতি ও মানুষের মানসিক অবস্থার বিষয়গুলি সামনে আসে।
উল্লেখ্য, কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত সাতদিনব্যাপী গ্রামীণ শিল্পের প্রদর্শনী ও লোকসংস্কৃতি উৎসব চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। গ্রামীণ শিল্প, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের মিলনে এই উৎসব ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এই উৎসবের মধ্যেই সাংবাদিক সিরাজ শাহজাহানের পক্ষ থেকে জুনেলি দাসকে সম্মান জানানোর উদ্যোগ উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
