চলচ্চিত্র প্রদর্শন- ‘কিছু বলব বলে’ এবং ‘সতীশ’-এর…

নির্মাল্য বিশ্বাস পরিচালিত দুটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘কিছু বলব বলে’ এবং ‘সতীশ’ প্রদর্শিত হয়ে গেল রায়া দেবনাথ অডিটোরিয়ামে। রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউস আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সদ্যোজাত, অরুণিমা চ্যাটার্জী, অতনু নন্দী, মৌতৃষা চৌধুরী এবং সুপ্তা আঢ্য।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মণিদীপা চক্রবর্তী। অনুষ্ঠানে ‘সতীশ’ এবং ‘কিছু বলব বলে’ ফিল্ম দুটোর কলাকুশলীদের সম্মানিত করা হল। ‘কিছু বলব বলে’ ফিল্মের কাহিনীকার ও অভিনেত্রী মৌসুমী ঘোষ ছাড়াও ওই ফিল্মের অন্যান্য টিম মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন শুভজিৎ দাস, করবী চট্টোপাধ্যায়, অরুণাংশু চট্টোপাধ্যায়, মোনালিসা চক্রবর্তী, সৈকত মাজি ও সুবীর মন্ডল। অন্যদিকে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে নির্মিত ‘সতীশ’ ফিল্মটির চিত্রনাট্যকার এবং অভিনেতা শ্রীকান্ত ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন অভিনেতা পার্থ বাগচী ও হারাধন দুয়ারী।

রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউস এবং টেক টাচ এন্টারটেইনমেন্টের উদ্যোগে পুজোর ব্যানার শ্যুটে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সম্মানিত করা হল। সম্মাননা প্রাপকরা হলেন অরুণিমা চ্যাটার্জী, অভিজিৎ বারুই, নন্দিতা বারুই, সৌম্যদীপ্তা দে, দেবযানী সিংহ, অদৃজা সিংহ, মনিকা ঘোষ, আরুশ সরকার, তিস্তা গোস্বামী। নির্মাল্য বিশ্বাস ও অরুণিমা চ্যাটার্জী পরিবেশন করেন একটা শ্রুতি নাটক। উপস্থিত দর্শকবৃন্দ ফিল্ম দুটির ভূয়সী প্রশংসা করেন।
